নিজস্ব প্রতিবেদক

  ১৮ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সম্প্রচার অক্টোবরে

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষামূলক সম্প্রচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অক্টোবরে দ্বিতীয় সপ্তাহ থেকে বাণিজ্যিক সম্প্রচারে যাওয়ার পরিকল্পনা করছে স্যাটেলাইট পরিচালনাকারী কোম্পানি বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিড (বিসিএসসিএল)। সাম্প্রতি বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের পরীক্ষামূলক সম্প্রচার হয়। এখন থেকে বাংলাদেশ টেলিভিশন স্যাটেলাইটের মাধ্যমে সব সম্প্রচার করবে। অন্য কোনো স্যাটেলাইটের ওপর নির্ভর করতে হবে না। গতকাল সোমবার এই তথ্য জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাণিজ্যিক সম্প্রচারের পরিকল্পনা রয়েছে। সম্প্রচারের জন্য বছরে বিটিভির ছয় থেকে সাত কোটি টাকা খরচ হতো। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করায় এখন থেকে এই টাকা সাশ্রয় হবে। দেশের টাকা দেশেই থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close