প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২৪

৮ উপজেলায় মনোনয়নপত্র দাখিল, ভোটগ্রহণ ৮ মে

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল সোমবার। দেশের নানা উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা সদস্য প্রার্থীরা এবার প্রথম অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইসি (নির্বাচন কমিশন) সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আগামী ১৭ এপ্রিল। আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, প্রথম ধাপে ভোটগ্রহণ হবে ৮ মে। প্রতিনিধিদের পাঠানো খবর-

রংপুর ব্যুরো জানায়, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রংপুরে ৩০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পীরগাছা ও কাউনিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

পীরগাছায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল¬াহ আল মাহমুদ মিলন, বর্তমান ভাইস চেয়ারম্যান আরিফুল হক ও রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদিকে কাউনিয়ায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও আয়কর আইনজীবী হুমায়ুন কবীর। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকেলে রংপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল¬্যাহ আল মোতাহ্সিম এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, কাউনিয়ায় মোট ভোটার ২ লাখ ৪ হাজার ৫৪৩ জন এবং পীরগাছায় মোট ভোটার ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন।

নরসিংদী প্রতিনিধি জানান, জেলার পলাশে চেয়ারম্যান পদে তিন, ভাইস চেয়ারম্যান পদে তিন ও মহিলা সদস্য পদে দুই প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, সাবেক পৌর মেয়র শরীফুল হক ও জাতীয় পার্টির অ্যাডভোকেট সারোয়ার হোসেন মোল্লা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে কারিউল্লাহ সরকার, অ্যাডভোকেট সাইফুল ইসলাম গাজী ও এম এ কাইয়ুম। অন্যদিকে নারী সদস্য পদে দুই প্রার্থীরা হলেন, সেলিনা আক্তার ও নাসিমা সুলতানা লাকী।

জানা যায়, পলাশের ঘোড়াশালে মোট ভোটার ১ লাখ ৮২ হাজার ৯৭২ ভোট।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গাফফার মুকুল, সহ-সভাপতি শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবর আলী বিশ্বাস, বিএনপির অন্য গ্রুপের আহ্বায়ক ইয়াজদানি জর্জ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, ভোলাহাট সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসেন আলী, উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কায়সার আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মো. লোকমান আলী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামহাজাদি বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুন, বিএনপির নেত্রী রেশমাতুল আরশ রেখা মনোনয়নপত্র জমা দিয়েছেন। জানা যায়, ভোলাহাট উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ২২৯ জন।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক বাটনাতলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। ভাইস চেয়ারম্যান পদে, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি সামায়উন ফরাজী সামু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, পাবর্ত্য নাগরিক পরিষদ নেতা মোকতাদের হোসেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার ও নুরজাহান আফরিফ লাকী মনোনয়নপত্র জমা দেন। জানা যায়, এই উপজেলায় মোট ভোটার ৫৪ হাজার ৭৪।

কেশবপুর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের কেশবপুরে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ওবায়দুর রহমান, নাসিমা আকতার সাদেক, আব্দুস সামাদ, ইমদাদুল হক, এস এম মাহবুবুর রহমান, কাজী মুজাহীদুল ইসলাম, মফিজুর রহমান ও আব্দুল¬াহ-নূর-আল আহসান। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, সুমন সাহা, পলাশ কুমার মলি¬ক, মনিরুল ইসলাম, ওজিহুর রহমান, আব্দুল¬াহ আল মামুন ও আব্দুল লতিফ রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে- রাবেয়া খাতুন ও মনিরা খানম মনোনয়নপত্র দাখিল করেছেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদায় চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড আবু তালেব। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা ও মাজেদুল ইসলাম। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন। জানা যায়, উপজেলায় মোট ভোটার ২ লাখ ৪৭ হাজার ৮২২ জন।

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, জোবাইদুল ইসলাম বাদল ও আমিনুল ইসলাম। এদিকে ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি জানান,

মৌলভীবাজারের কুলাউড়ায় চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চার চেয়ারম্যান প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান শাহেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close