কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

  ০৬ এপ্রিল, ২০২৪

কুমারখালীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় কাউন্টারে জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় জামান এন্টারপ্রাইজে ভ্রাম্যমান আদালত পারিচালিত হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে পৌরবাস টার্মিনালে জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাষ্টারের নিকট থেকে এ জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, জামান এন্টারপ্রাইজ এর কুমারখালীতে দায়িত্বরত কাউন্টার মাষ্টার ঢাকার ভাড়া ১ হাজার টাকার স্থলে ১২০০ টাকা নেওয়ায় যাত্রীরা টিকিটের উপর ১২০০ টাকা লিখতে বলে। কিন্তু তারা প্রতিটা টিকিটে ২০০ টাকা ঈদ বকশিস দাবি করে জোরপূর্বক আদায় করে।

এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমান আদাল ভ্র পরিচালনা করেন। এ সময় জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাষ্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close