ফেনী প্রতিনিধি

  ১৯ মার্চ, ২০২৪

ফেনীতে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় পণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে এসব জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ফেনী শহরের বড় বাজারে বিভিন্ন গলিতে সবজির দোকান, খেজুরের দোকান ও মিষ্টি জাতীয় দোকানে ভেজালবিরোধী অভিযান চালানো হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার মিয়া জানান, জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close