কুষ্টিয়া প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৪

ভেড়ামারার যাবজ্জীবন আসামি সাভারে গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা থানায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুনকে (৩৭) ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১২ এর সিনিয়র এএসপি কিশোর রায় জানান, ২০১৫ সালে ৪ সেপ্টেম্বরে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামে ক্রয়-বিক্রয়ের জন্য অবৈধ হেরোইন নিজের কাছে রাখা অবস্থায় আটক করা হয় ময়নাকে। আটকের প্রায় ৭ মাস জেল খেটে জামিনে মুক্তি পান ময়না। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। মাদক মামলায় ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close