মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২৪

প্রাথমিক শিক্ষক থেকে বিসিএস ক্যাডার রোকনুজ্জামান

পিরোজপুরের মঠবাড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রোকনুজ্জামান এখন বিসিএস ক্যাডার হয়েছেন। তিনি ৪৩তম বিসিএস ক্যাডারে সরকারি কলেজের প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

রোকনুজ্জামান উপজেলার তুষখালী ইউনিয়নের শাখারীকাঠি গ্রামের মো. মোশারেফ হোসাইনের ছেলে।

জানা যায়, রোকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ২০২০ সালে তিনি দক্ষিণ শাখারীকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। গত বছরের ডিসেম্বর মাসে ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নেন রোকনুজ্জামান। চূড়ান্ত ফলাফলে শিক্ষা ক্যাডারে সম্প্রতি সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। আত্মীয়-স্বজন, সহপাঠী, গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

তুষখালী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার বলেন, রোকনুজ্জামান এর শুধু পদোন্নতিই হয়নি। সে আমাদের গ্রাম ও ইউনিয়নের মুখ উজ্জল করেছেন।

রোকনুজ্জামান জানান, ‘আমার ইচ্ছা ছিল পুলিশ ক্যাডারে সুপারিশ পাওয়া। এখানে আসার জন্য পুনরায় চেষ্টা করব। তবে যেখানে সুপারিশ হয়েছে সেখানে সততার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close