রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০২৪

রানীশংকৈলে নীলগাই জবাই

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিলুপ্তপ্রায় একটি নীলগাই জবাই করেছে এলাকাবাসী। গতকাল রবিবার বিকালে উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলে এলাকার পুকুরপাড়ের ঝোঁপঝাড়ে ছোটাছুটি করছিল নীলগাইটি। গ্রামের লোকজনের নজরে এলে তারা প্রাণীটিকে ধাওয়া করে ধরে ফেলেন। এ খবর ছড়িয়ে পড়লে উৎসুক গ্রামবাসী সেখানে ভিড় জমান। পরে গ্রামবাসী প্রাণীটিকে জবাই করে মাংস ভাগাভাগি করে নেয়। রাতোর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শরৎ চন্দ্র রায় জানান, নীলগাই ধরে জবাইয়ের বিষয়টি আমি শুনেছি। কাজটি তারা ঠিক করেননি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, নীলগাইটি জবাই করা ঠিক হয়নি। বন বিভাগের লোকজনকে সেখানে পাঠানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তা শাহজাহান আলী জানান, বনবিভাগের পরিদর্শন দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শমতে ও তথ্য-প্রমাণের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close