সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

  ০২ জানুয়ারি, ২০২৪

নারায়ণগঞ্জ-৩

১০ বছর পর নৌকার প্রতিদ্বন্দ্বিতায় লাঙ্গল

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে ১০ বছর পর নৌকার প্রার্থী পেয়ে শুরু থেকেই উচ্ছ্বসিত আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রতীক বরাদ্দের পর সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের পক্ষে উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের পাড়া-মহল্লায় প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ সমর্থীত নেতাকর্মীরা। অন্যদিকে, সোনারগাঁ আসনে একাধারে ১০ বছর ধরে লিয়াকত হোসেন খোকা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হলেও পুনরায় বিজয় লাভের আশায় লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারে রয়েছেন তিনিও।

প্রতীক বরাদ্দের পর থেকে আব্দুল্লাহ আল কায়সার প্রথমে উপজেলার কাঁচপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। প্রচারের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগ কর্মী সমর্থকদের বিশাল উপস্থিতি রয়েছে। ইতিমধ্যে নৌকার প্রার্থী কায়সার তার নির্বাচনী প্রচারয় রোডম্যাপ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন। প্রতিদিন নির্বাচনী প্রচারয় মাঠে সক্রিয় রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

দীর্ঘ ১০ বছর মাঠ বঞ্চিত আওয়ামী লীগ নেতাকর্মীরা এবার প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে, পাড়া মহল্লায়, অলি-গলিতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন পুরোদমে।

অপর দিকে, নৌকার মুল প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারনায় মাঠ চষে বেরাচ্ছেন লিয়াকত হোসেন খোকা। বিগত ১০ বছরে সোনারগাঁ উপজেলায় রাস্তাঘাট, সেতু নির্মাণ, নতুন নতুন স্কুল কলেজ নির্মাণ ও স্বাস্থ্য শিক্ষায় ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে প্রতিদিন তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিটি ইউনিয়নের হাট-বাজারে, পাড়া মহল্লায়, অলি-গলিতে প্রচারনা চালিয়ে যাচ্ছেন তিনি।

নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার পেয়েছেন নৌকা। জাতীয় পার্টী মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা পেয়েছেন লাঙ্গল। বাংলাদেশ তরিকত ফেডারেশন মোঃ মজিবুর রহমান মানিক পেয়েছেন ফুলের মালা, বাংলাদেশ সুপ্রিম পার্টীর মোহাম্মদ আসলাম হোসেন পেয়েছেন একতারা, বিএনএম পাটির এবিএম ওয়ালিউর রহমান খান পেয়েছেন নোঙ্গর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close