উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২৬ মে, ২০২৩

টেকনাফে ২ দিনব্যাপী বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী পতাকা বৈঠক হয়েছে। বুধবার (২৪ মে) সকালে টেকনাফ সমুদ্র সৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’ এর সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বৈঠক শেষে মিয়ারমার প্রতিনিধি দল বিকেলে নিজ দেশে প্রত্যাবর্তন করবেন বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে সে দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছায়। সেন্ট্রাল রির্সোটে বৈঠকে যোগ দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close