কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২৩

কালীগঞ্জে ফিতরা ১০০ টাকা

ঝিনাইদহের কালীগঞ্জে এবার সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। বুধবার (২৯ মার্চ) কালীগঞ্জ ইমাম পরিষদের এক বৈঠকে বাজার মূল্য যাচাই করে এ ফিতরা ধার্য করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহ, পৌর কমিটির সভাপতি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাহীনুর রহমান, গোহাটা মসজিদের ইমাম মাওলানা মাহফুজ রহমান, হাফেজ নজরুল ইসলাম ও মাওলানা ফারুক হোসেন।

বৈঠকে সভাপতিত্ব করেন মুফতি মাহমুদুল হাসান। বৈঠক থেকে জানানো হয়, আটার ক্ষেত্রে অর্ধ সা’ (আরবিতে ওজন পরিমাপের একক)। যার সমপরিমাণ এক কেজি ৬৫০ গ্রাম। এর বাজার মূল্য ৬০ টাকা কেজি দরে ৯৯ টাকা হয় উলামাদের ঐক্যমতে ১০০ ফিতরা দিতে হবে। কিসমিসের ক্ষেত্রে এক সা’।

যার পরিমাণ তিন কেজি ৩০০ গ্রাম ফিতরা দিতে হবে। সমপরিমাণ অর্থ ১৬৪০ টাকা। এছাড়া খেজুরের ক্ষেত্রে এক সা’। যার পরিমাণ তিন কেজি ৩০০ গ্রাম ফিতরা দিতে হবে। সমপরিমাণ অর্থ এক হাজার টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close