ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২২ জানুয়ারি, ২০২৩

ভাণ্ডারিয়ায় জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে শেখ কামাল অডিটোরিয়ামে ভাণ্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামন। অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পৌর প্রশাসক ফায়জুর রশীদ খসরু, বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, উপজেলা জাতীয় পার্টির (জেপি) সহ-সভাপতি গোলাম সরওয়ার, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।

এ সময় ডিআইজি বলেন, মাদকদ্রব্য করোনা ভাইরাসের চেয়েও ভয়াবহ। যে দেশ স্বাধীন হয়েছে সে দেশের মানুষ একত্রিত হয়ে একটা অপরাধ ঠেকাতে পারবে না তা হতে পারে না। এ দেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবটুকু দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close