আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ১৫ জানুয়ারি, ২০২২

১৫০ বছর পর সান্তাহার স্টেশনের সংস্কার শুরু

মুজিব শতবর্ষ উপলক্ষে ১৫০ বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের ঐতিহ্যবাহী জংশন স্টেশনের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। গত বছরের ১১ নভেম্বর রেলমন্ত্রী নুরুল ইসলাম এই কাজের উদ্বোধন করেন। স্টেশনের আধুনিকায়নের লক্ষে রিমডেলিংসহ ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর প্ল্যাটফরম উঁচু ও ও সম্প্রসারণের কাজ পুরোদমে চলছে। সীমানা প্রাচীরের কাজও প্রায় শেষপর্যায়ে।

প্রাথমিক পর্যায়ে প্রকল্প সম্পন্ন করতে বরাদ্দ ধরা হয়েছে ৬২০ কোটি টাকা, যা ১৮৭৮ সালে স্টেশনটির যাত্রা শুরুর পর সর্বোচ্চ। স্টেশন মাস্টার রেজাউল করিম বলেন, অল্প সময়ের মধ্যেই শুরু হবে প্লাটফর্মের সেড নির্মাণের কাজ। পৌরসভার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ বলেন, ১৫০ বছরে এই স্টেশনে বড় ধরনের উন্নয়ন বা সংস্কার কাজ হয়নি। সরকার মুজিব শতবর্ষ উপলক্ষে যে কার্যক্রম হাতে নিয়েছে সেটি সঠিকভাবে বাস্তবায়ন হলে যাত্রীদের দুর্ভোগ অনেক কমে যাবে।

প্রকল্প কর্মকর্তা সাহিদ হাসান জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারবো বলে আশাবাদী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close