চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০২১

মা ইলিশ ধরায় ১২ জেলের জরিমানা

চৌহালীর যমুনা নদীতে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আনিছুর রহমান। এ সময় অবৈধভাবে মা ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে ১০ দিনের কারাদন্ড দেন তিনি। এ সময় ১৬ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়ানো হয় এবং মাছ জায়েদ বিন হারিছা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। আটকরা হলোÑ চানপুর গ্রামের রফিকুল ইসলাম, খাষপুকুরিয়া গ্রামের রাসেল রানা, রাব্বি, বাবুল, হেলাল, কাঁঠালিয়া গ্রামের সাগর, চর বাউসা গ্রামের আবুসামা, আনোয়ার, দত্তকান্দী গ্রামের আবু বক্কর , চর কাটারি গ্রামের নান্নু মিয়া, শাহিন আলম, কানাবিল গ্রামের শামীম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close