কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

চা শ্রমিকদের খাদ্যসামগ্রী প্রদান

মৌলভীবাজারের কমলগঞ্জে গত ১৩ দিন ধরে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ রাখায় শ্রমিকদের মজুরি ও রেশন বন্ধ করে দেওয়া হয়। গত শুক্রবার বিকাল ৪টায় শ্রীগোবিন্দপুর চা বাগানে ৬০টি চা শ্রমিক পরিবারে খাদ্য সহায়তা দেয় দুটি সংগঠন। বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরাম ও চা কন্যা নারী সংগঠনের যৌথ আয়োজনে ৬০টি অসহায় দরিদ্র চা শ্রমিক পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি আটা, আধা কেজি ডাল, আধা লিটার সয়াবিন তেল ও ১ কেজি আলু দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম চা ছাত্র ফোরামের সভাপতি সরফরাজ সাজু, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন, সহসভাপতি নূরে আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর চা শ্রমিকের ঘর ভেঙ্গে ফেলার প্রতিবাদে ২৬ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি পালন করায় গত ১৩ দিন ধরে শ্রীগোবিন্দপুর চা বাগান বন্ধ করে দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close