পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৭ সেপ্টেম্বর, ২০২১

পটিয়া পৌরসভা

বর্জ্য পরিষ্কারে ৪০ শূকর

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে জমানো ময়লা-আর্বজনা পরিষ্কার করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আনা হয়েছে ৪০টি শূকর।

পটিয়া পৌরসভার মেয়র আয়ুব বাবুল জানান, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডয়ের সংগৃহীত ময়লা-আবর্জনা রাখার জন্য কোন নির্দিষ্ট জায়গা না থাকায় বিসিকের পাশে দীর্ঘদিন ধরে বর্জ্য ফেলা হচ্ছে। পরে ওষুধ দিয়ে তা আগুনে পুড়ানো হয়। আগামীতে পৌরসভার পক্ষ থেকে ভূমি হুকুম দখল করে এবং জায়গা ক্রয় করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্র্জ্যগুলো ধ্বংস করা হবে। তবে সাময়িকভাবে ৪০টি শুকর দিয়ে বর্জ্য খাওয়ানোর মাধ্যমে পরিষ্কার করা হচ্ছে। এ কাজে নিয়োজিত শুকরের মালিক অর্জুন চন্দ্র দাশ জানান, শুকর লালন পালন করে বিভিন্ন স্থানে বিক্রি করে ময়লা-আবর্জনা পরিস্কারের কাজ করে থাকেন। পৌরসভার সাথে মাসিক ১২ হাজার টাকার চুক্তিতে এই শূকরগুলো আনা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে এই শুকর দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার হবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close