কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ০৭ এপ্রিল, ২০২০

কমলগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জে আলতা মিয়া (৫৫) নামের এক আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ১০টায় রহিমপুর ইউপির রামচন্দ্রপুর গ্রামের ধলাই নদী সংলগ্ন খেলার মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আলতা মিয়া রহিমপুর ইউপি আ.লীগের সিনিয়র সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১০টায় আলতা মিয়া মির্তিংগা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির অদূরে ধলাই নদীর তীরবর্তী ফুটবল মাঠ অতিক্রমকালে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাকে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় ফেলে যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়। সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close