কুবি প্রতিনিধি

  ০৭ আগস্ট, ২০১৯

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৮ নভেম্বর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ সেশনের প্রথম বষের্র স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামি ৮ এবং ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, গত সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভায় ভর্তি পরীক্ষার তারিখ ৮ ও ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষা কেন্দ্রীক বাকি বিষয়গুলো ভর্তি পরীক্ষা কেন্দ্রীয় কমিটির সভা থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরো জানান, এবারের ভর্তি পরীক্ষা ৬টি অনুষদের অধীনে ৩টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ১৯টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট িি.িপড়ঁ.ধপ.নফ ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close