কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ১১ জুন, ২০১৯

কেন্দুয়া খাদ্যগুদাম সংস্কারে নিম্নমানের অভিযোগ

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি খাদ্য গোদামের সংস্কারকাজের নিম্নমানের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ স্বীকার করেছেন খাদ্যগুদাম কর্মকর্তা (ওসিলিটি) আতিকুর রহমান। গত এপ্রিল থেকে শুরু হওয়া সংস্কার কাজ জুন মধ্যে সম্পন্ন হওয়ার কথা। প্রায় ৫০ লাখ টাকার এ কাজটি পেয়েছে মেঘনা এন্টারপ্রাইজ নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তার কাছ থেকে কাজের সাব-ঠিকাদারি নিয়েছেন তারা মিয়া নামে এক ব্যক্তি। স্থানীয়রা জানান, জুনে শেষ হওয়ার কথা কাজের বেশ কিছু অংশ সম্পন্ন হয়েছে। কিন্তু যেটুকু কাজ হয়েছে তা নিয়েই জনমনে প্রশ্ন, একাজ কতটুকু টেকশই হবে? গতকাল সোমবার সরেজমিনে কেন্দুয়া বাজারের চাল ব্যবসায়ী ফরিদ তালুকদার বলেন, সংস্কার কাজের মান খুবই নি¤œ মানের। এখনও বিভিন্ন স্থানে ভাঙ্গা চরা রয়েছে। এ ব্যাপারে ঠিকাদারের ম্যানেজার আ. রহমান বলেন, আমরা কাজের লোকদের সব সময় বলি সঠিক কাজ করার জন্য। কাজে সাব-ঠিকাদার তারা মিয়া নি¤œমানের কাজের কথা অস্বীকার করে বলেন, আমরা ভাল মানের কাজেরই চেষ্টা করছি। তবে নিজেকে ‘মুক্তিযোদ্ধা’র দোহাই দিয়ে মেঘনা এন্টারপ্রাইজের ঠিকাদার এস.এম মুজিবুর রহমান মুঠোফোনে বলেন, শিডিউল অনুযায়ী আমরা ভালোমানের কাজ করছি। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি দেশকে ভালবাসি ও দেশের জন্যই কাজ করছি। তারপরও যদি কাজে কোন ত্রুটিবিচ্যুতি থাকে তাহলে যাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের সঙ্গে কথা বলে সঠিকভাবে কাজ করার ব্যবস্থা করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close