শাবিপ্রবি প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

শাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন

সভাপতি সাইফুল সম্পাদক আনোয়ার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. আসিফ ইকবাল। নির্বাচনে ১১টি পদের সবকটি পদেই জয়লাভ করেছেন আওয়ামীপন্থী শিক্ষকদের পৃথক দুইটি প্যানেল। তবে কোন পদেই জয়লাভ করতে পারেননি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল।

আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে বিজয়ীরা হলেন সভাপতি রসায়ন বিভাগের অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, সহসভাপতি একই বিভাগের অধ্যাপক ড. দীপেন দেবনাথ, সাধারণ সম্পাদক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সিইপি বিভাগের সহযোগী অধ্যাপক মুহিবুল আলম, যুগ্ম সম্পাদক এফইটি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আফজাল হোসেন, সদস্য সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল গণি, এফইটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার, জিইবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল বাকী।

আওয়ামীপন্থী শিক্ষকদের অপর অংশের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ প্যানেল থেকে সদস্য পদে সিভিল এন্ড ইনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিজয়ী হয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close