নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১০ নভেম্বর, ২০১৮

সহপাঠীদের ঝগড়া

প্রতিপক্ষ অভিভাবকের প্রহারে শিশু আহত

টাঙ্গাইলের নাগরপুরে শিশু শ্রেণির দুই সহপাঠীর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ অভিভাবকের প্রহারে চয়ন (৬) নামে এক শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। আহত চয়ন শিশু শ্রেণির ছাত্র। সে উপজেলার তীরছা গ্রামের প্রবাসী গোপাল সরকারের ছেলে। ঘটনাটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তীরছা গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চয়ন ও তার সহপাঠী ভালকুটিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে বাঁধন (৬) উপজেলার তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার স্কুলে দুই সহপাঠীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় বাধনের বাবা বাবু চয়নের বাড়িতে গিয়ে চয়নকে কান ধরতে বললে সে তা ধরতে অস্বীকৃতি জানায়। তখন বাবু শিশু চয়নের কান ধরে এলোপাতাড়ি থাপ্পড় মারতে থাকে, সে সময় চয়নের মা প্রমিলা সরকার চয়নকে উদ্ধার করে। এ সময় বাবু চয়নের মাকে শাসিয়ে বলেন, যদি ভবিষ্যতে আর কখনো আমার ছেলের সঙ্গে ঝগড়া করতে আসে তাহলে তোমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেশ ছাড়া করব। ঘটনার পরে শিশু চয়নের শারীরিক অবস্থা খারাপ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে স্কুলের প্রধান শিক্ষক, ইউপি সদস্যসহ গ্রামবাসী চয়নকে দেখতে আসেন। তারা এ ঘটনার বিচার দাবি করেন।

তীরছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চক্রবর্তী জানান, স্কুলে দুই বাচ্চার মধ্যে কোনো ঝগড়া লেগেছে কিনা তা আমার জানা নেই কারণ কেউ কোনো অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি।

এ ব্যাপারে ওসি মো. আলম চাঁদ বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close