রাবি প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৮

‘ডিজিটাল নিরাপত্তা আইন মুক্তচিন্তা চর্চার অন্তরায়’

সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন মানুষের মুক্তচিন্তা চর্চার প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। গতকাল বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। কর্মসূচি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের ‘মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার সঙ্গে সাংঘর্ষিক’ ধারাসমূহ বাতিলের দাবি জানানো হয়। বিভাগের শিক্ষক মামুন আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক প্রদীপ কুমার পা-ে, মশিহুর রহমান, কাজী মামুন হায়দার, মাহাবুর রহমান, আব্দুল্লাহীল বাকী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close