গাজীপুর প্রতিনিধি

  ২০ জুন, ২০১৮

২০ গুণীজনকে সম্মাননা দিল গাজীপুর শিল্পকলা একাডেমি

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গাজীপুরের ২০ জনকে জেলা শিল্পকলা একাডেমি গুণীজন সম্মাননা দিয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সম্মাননা পদক ও সনদ, প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন এবং উত্তরীয় পড়িয়ে দেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৩ সাল থেকে প্রতি বছর প্রতিটি জেলা শিল্পকলা একাডেমি ৫টি বিষয়ে ৫ জনকে ওই গুণীজন সম্মাননা প্রদান করে আসছে বলে আয়েজকরা জানায়।

সম্মাননা প্রাপ্তরা হলেন ২০১৪ সালে আহমেদ রেজা রুবেল (নাট্যকলা), আতিকুর রহমান (যন্ত্রশিল্পী), ক্ষিতিশ চন্দ্র মল্লিক (কন্ঠসঙ্গীত), প্রাণবন্ধু দাস (লোকসংস্কৃতি), লিয়াকত চৌধুরী (আবৃত্তি); ২০১৫ সালে অসীম বিভাকর (আবৃত্তি), সুভাষ চন্দ্র রায় (যন্ত্র সঙ্গীত), অধ্যাপক মো: আয়েশউদ্দিন (নাট্যকলা), জোসেফ কমল রডিক্স (কন্ঠসঙ্গীত), ড. রশীদ হারুন (লোকসংস্কৃতি); ২০১৬ সালে আব্দুল বারী (যন্ত্র সঙ্গীত), মো: আয়েত আলী (কন্ঠসঙ্গীত), আকবর আলী (ফটোগ্রাফী), প্রেমনাথ রবি দাস (নাট্যকলা), মো: আলাউদ্দিন (লোক সংস্কৃতি) এবং ২০১৭ সালে সৈয়দ হাফিজুর রহমান (যন্ত্র সঙ্গীত), রাসেল নূরী (সঙ্গীত), সিরাজুল ইসলাম, জানু (আবৃত্তি), হোসনে আরা আক্তার, পুতুল (চলচ্চিত্র) ও মো: মোজাফ্ফর হোসেন মোহর (যাত্রাশিল্প)।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা মো: শহীদুল্লাহ, ভাষা শহীদ কলেজেরে অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, নাট্য নির্মাতা মোবারক হোসেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist