সাহারুল হক সাচ্চু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

  ২৪ এপ্রিল, ২০১৮

উল্লাপাড়ায় স্কুল মাঠে পশুহাট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবচেয়ে বড় পশুরহাট বোয়ালিয়া হাট। এ হাটটি নিজস্ব জায়গা ছেড়ে আবারও পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের জায়গায় বসতে শুরু করেছে। গত রোববার থেকে হাট স্কুলমাঠে হাট বসানো শুরু করেছে ইজারাদার। আগে স্কুলের অদূরে নগরবাড়ি মহাসড়কের পাশে সপ্তাহে প্রতি রোববার এ পশুর হাটটি বসত। এবারে বোয়ালিয়া হাটটি ইজারা দেওয়া হয়েছে প্রায় তিন কোটি ২৯ লাখ টাকায়। সরেজমিনে দেখা যায়, স্কুল মাঠে গরু হাট ও গরু বহনের নছিমন, করিমনও দাঁড় করে রাখা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে গত বছরের জুলাই মাসে বোয়ালিয়া পশুর হাটটির জন্য পাশের নগরবাড়ি মহাসড়কের পূর্ব পাশে ৫ শতক নিজস্ব জায়গা কেনা হয়। গত বছর ইজারা গ্রহীতা সে জায়গায় হাটটি বসায়। সেখানে হাটের নিজস্ব জায়গায় অফিসও রয়েছে। এর আগে মহাসড়কের পূর্ব পাশে স্কুলের অদূরে পশু হাটটি বসানো হতো।

হাটের ইজারাদার আবদুস ছোবাহান ফকির প্রতিদিনের সংবাদকে জানান, সাধারণ জনগণের সুযোগ-সুবিধা চিন্তা করে হাটটি আগের মতো আবারও এখানে বসানো হয়েছে। এ জন্য জায়গা ভাড়া নেওয়া হয়েছে। স্কুলমাঠে যেসব নছিমন-করিমন রাখা হচ্ছে তা গরু আনার কাজে ব্যবহার হয়নি দাবি করে তিনি বলেন, এগুলো অন্যরা এমনিতে রেখেছেন।

পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, তার স্কুল মাঠটির সীমানা নির্ধারণ করে বাঁশের খুঁটি পুঁতে বেড়া দেওয়া হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গরু-বাছুর কিংবা কোনো বাহন স্কুলমাঠে রাখতে দেওয়া হবে না। এবারে এ বিষয়ে কঠোর পদক্ষেপ থাকবে। হাট বসানোর জন্য ইজারাদার থেকে কোনো ভাড়া নেওয়া হচ্ছে কি না, তা নিয়ে কিছু বলেননি তিনি।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, কোনো অবস্থাতেই স্কুলমাঠে পশুরহাট কিংবা নছিমন করিমনসহ কোনো বাহন রাখতে ব্যবহার করতে দেওয়া হবে না। এজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist