বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ১২ এপ্রিল, ২০১৮

ভুয়া শিক্ষকের ৯ মাসের কারাদন্ড

জামালপুরের বকশীগঞ্জে এইচএসসি (বিএম) পরীক্ষায় অবৈধভাবে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করার অপরাধে মেহেদী হাসান রাজন নামের এক ভুয়া শিক্ষককে ৯ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পৌর এলাকার রাহিলা কাদির স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক না হওয়া সত্ত্বেও ওই কেন্দ্রে কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করছিলেন মেহেদী হাসান রাজন। ওই শিক্ষক দাবি করেন তিনি চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের খন্ডকালীন শিক্ষক হিসেবে পরীক্ষায় প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করতে এসেছেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আবু হাসান সিদ্দিক বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। যাচাই-বাছাইয়ে ভুয়া শিক্ষক হিসেবে প্রমাণ পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৯ মাসের কারাদন্ডাদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত মেহেদী হাসানকে জেল হাজতে পাঠানো হয়

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist