নিজস্ব প্রতিবেদক

  ২১ আগস্ট, ২০১৭

আবাসিক হোটেলে বোর্ডার এন্ট্রিতে ডিএমপির নির্দেশনা

রাজধানীর আবাসিক হোটেলগুলোয় বোর্ডার এন্ট্রি করার ক্ষেত্রে আটটি নিরাপত্তা নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর হোটেলগুলোয় জঙ্গিদের অবস্থান ঠেকাতে এ নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, গত ১৫ আগস্ট পান্থপথের হোটেল ওলিওতে আশ্রয় নেওয়া এক জঙ্গি পুলিশি অভিযানে নিহত হয়। আত্মঘাতী এ জঙ্গি জাতীয় শোক দিবসের শোভাযাত্রায় বোমা হামলা চালিয়ে প্রাণহানি ঘটাতে ওই হোটেলে আশ্রয় নিয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এতে বলা হয়, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করে সিআইএমএস নামের একটি সফটওয়্যারে রাখা হয়েছে। এতে সন্ত্রাস, জঙ্গি তৎপরতাসহ অন্যান্য অপরাধ কমে গেছে। কিন্তু আবাসিক হোটেলগুলোয় আসা বোর্ডারদের তথ্য সংগ্রহ, দেহ ও লাগেজ তল্লাশি যথাযথ না করায় জঙ্গি ও সন্ত্রাসীরা নির্বিঘ্নে হোটেলে আশ্রয় নিতে পারছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist