চট্টগ্রাম ব্যুরো

  ২০ জানুয়ারি, ২০১৭

ত্যাগ ও পরিশ্রম ছাড়া প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় : নাছির

ত্যাগ ও পরিশ্রম ছাড়া প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসের শিক্ষার্থী বিদায় ও বরণ এবং শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন। তিনি বলেন, লোক দেখানো দেশপ্রেম নয়, দেশপ্রেম অন্তরে ধারণ করে মানবতার কল্যাণে নিবেদিত হতে হবে। ত্যাগ ও পরিশ্রম ছাড়া প্রতিষ্ঠা লাভ করা সম্ভব নয়। ত্যাগ ও পরিশ্রম সমন্বয় করে দেশপ্রেম ধারণ করে মানসম্মত টেকনিক্যাল জ্ঞান অর্জন করার ওপর শিক্ষার্থীদের জোর দিতে হবে। কারণ টেকনিশিয়ানদের রিপোর্টের ওপর রোগ নির্ণয় নির্ভর করে। ভুল রিপোর্ট পরিবেশিত হলে রোগীর জীবনে অন্ধকার নেমে আসতে পারে। মেয়র বলেন, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটসে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন, বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন রেজিওলজি অ্যান্ড ইমেজিং, বিএসসি ইন নার্সিং ও বিএসসি ইন ডেন্টিস্ট্রি কোর্স চালু করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দীন বলেন, উন্নত সেবার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন সেবাধর্মী প্রতিষ্ঠান পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠানের প্রতি আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন সাধ্যমতো ডাক্তার, টেকনিশিয়ান, কর্মকর্তা ও কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রদান করে যাচ্ছে। এধারা সামনেও অব্যাহত থাকবে। স্বাস্থ্য বিভাগ পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড ম্যাটস, মিডওয়াফারি ইনস্টিটিউট, জাকির হোসেন হোমিও মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোকে একই ক্যাম্পাসের অধীনে এনে ছাত্রীনিবাসসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist