নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৯ জানুয়ারি, ২০২০

নারায়ণগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রি খুন : আটক তিন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাওনা ৫ হাজার টাকা চাওয়ার অপরাধে ইলেকট্রিক মিস্ত্রি আবদুর রহিমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পুলিশ এ হত্যাকান্ডের ঘটনায় মূল হোতা সাদ্দাম হোসেন আসিফসহ তিনজনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে হত্যার আলামত নষ্ট করার অপরাধে হত্যাকারীর মা ও খালাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসিফ ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার আমির খসরুর ছেলে ও আসিফের মা রাজিয়া (৫৫), খালা সুলতানা বেগম (৫০)।

গতকাল শনিবার ভোর রাতে মুন্সীগঞ্জের বিক্রমপুরের হাসাইল এলাকা থেকে আসিফ এবং মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে খুনির মা ও খালাকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের মা রহিমা বেগম বাদী হয়ে আসিফকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় রাতেই একটি হত্যা মামলা করেন। নিহত আবদুর রহিম শরিয়তপুরের জাজিরা থানার মাঝিকান্দির ইমান আলীর ছেলে। তারা সপরিবারে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকার ইলিয়াস সরদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিটি) আজগর হোসেন জানান, পাওনা ৫ হাজার টাকা চাওয়ার অপরাধে আসিফসহ কয়েকজন মিলে আবদুর রহিমকে কুপিয়ে হত্যা করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close