reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০১৯

বিএসটিআই’র মোবাইল কোর্ট

ড্রাগন মশার কয়েলকে ৩ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে পণ্যের মান সনদ না নিয়ে অবৈধভাবে মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করে আসছে রাজধানীর কেরানীগঞ্জের সুনন ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড। গতকাল বৃহস্পতিবার অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা ও ৩ লাখ টাকা জরিমানা করেন বিএসটিআই’র মোবাইল কোর্ট। বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত মামলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এ ছাড়া বিপুল পরিমাণ বিএসটিআই’র মান চিহ্নযুক্ত মশার কয়েলসহ কারখানাটি সিলগালা করা হয়। এ অভিযানে বিএসটিআই’র ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close