চট্টগ্রাম ব্যুরো

  ১৭ জুলাই, ২০১৯

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন ড. শিরীণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চবির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শিরীণ আক্তার। গত সোমবার রাতে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহম্মদ, ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী, এ এফ রহমান হলের প্রভোস্ট ড. গণেষ চন্দ্র রায়, সিনেট সদস্য অধ্যাপক ড. রহমান নাসির, অধ্যাপক এস এম খসরুল আলম প্রমুখ। চবির ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, নানাবিধ কারণে সাংবাদিকদের সঙ্গে বসার সুযোগ হয়নি। প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি স্বচ্ছতা ও বিশ্বাসের সঙ্গে পালন করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই উপমহাদেশে একটি অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। এখানে এখন প্রচুর গবেষণা হচ্ছে, যা আন্তর্জাতিক মানের।

তিনি আগামীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে একটি ত্রি-মাসিক ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেবেন বলে জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close