নিজস্ব প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৮

মির্জা আজম বললেন

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘স্বাধীনতার চেতনায় দেশকে এগিয়ে নিতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একদিনে আসেনি। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল। গতকাল রোববার সকালে রাজধানীর সরকারি কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠান-২০১৮ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা আজম বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনো সফল মানুষ হতে পারবে না। দেশপ্রেম নেই বলে দেশে জঙ্গিবাদ সন্ত্রাস উৎপত্তি হচ্ছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে, তারা কখনো সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জড়িত হবে না। আর যে জাতি নিজস্ব ইতিহাস জানে না সে জাতি কখনো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. ওসমান গণি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অর্থ-বিষয়ক সম্পাদক মো. ওয়াকিল উদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist