ক্রীড়া ডেস্ক

  ২২ নভেম্বর, ২০১৭

ইতালিয়ান ফুটবল প্রধানের পদত্যাগ

গেল সপ্তাহে জরুরি বৈঠক ডেকেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। পাঁচ যুগ পর বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় দলের প্রধান কোচ জিয়ান পিয়েরো ভেনতুরাকে ওই বৈঠকে বরখাস্ত করে এফআইজিসি। কয়েক দিন যেতে না যেতেই এবার সভাপতি কার্লো তাভেচ্চিও সরে দাঁড়ালেন তার পদ থেকে। কাল রেফারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মার্সেলো নিচ্চি বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারেনি ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের প্লে অফ বাছাইয়ে সুইডেনের বিপক্ষে হেরে ১৯৫৮ সালের পর প্রথমবার ফুটবল মহাযজ্ঞে খেলা হচ্ছে না চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। মিলানের সান সিরোতে ফিরতি লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ার পর জরুরি বৈঠক ডাকে এফআইজিসি। যেখানে এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছিল, ‘সভাপতি তাভেচ্চিও নির্দেশ দিয়েছেন বর্তমান কোচিং স্টাফদের ছেঁটে ফেলার। তাই ভেনতুরা আর কোচ থাকছেন না ইতালির।’

ক’দিন আগেই যিনি নির্দেশ দিয়েছিলেন কোচ ছাঁটাইয়ের, সেই তাভেচ্চিও নিজেই এবার সরে দাঁড়ালেন সভাপতির পদ থেকে। মার্সেলো নিচ্চি সাংবাদিকদের জানিয়েছেন, রোমে এফআইজিসির বৈঠকে তাভেচ্চিও পদত্যাগ করেছেন। ৭৪ বছর বয়সী এই ইতালিয়ান ফুটবল সংগঠক রোববার এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চোখের জল ঝরিয়ে ইতালির বিশ্বকাপ ব্যর্থতার জন্য দায়ী করেন ভেনতুরাকে। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ট্যাকটিক্সে সমস্যাই এই ধ্বংসের কারণ। কোচ টেকনিক্যাল জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়েছেন।’

২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ইতালি বিদায় নিলে পদত্যাগ করেন তখনকার সভাপতি জিয়ানকার্লো আবেতে। তার জায়গায় দায়িত্ব নেওয়া তাভেচ্চিও গত মার্চে আবার নির্বাচিত হন সভাপতি। ইতালিয়ান ফুটবলের ভরাডুবিতে এবার তিনিও বিদায় নিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist