ক্রীড়া ডেস্ক

  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

নেইমারের অভাব বুঝল পিএসজি

মঁপলিয়ে ০:০ পিএসজি

নতুন মৌসুমের সবচেয়ে পরিচিত দৃশ্য প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) গোলবন্যা। সবশেষ ৬ ম্যাচে দুই ডজন গোল করেছে উনাই এমেরির দল। নেইমার যোগ দেওয়ার পর রীতিমতো ফর্ম আর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল প্যারিসের ক্লাবটি। পুরো দলের চালিকাশক্তি যে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কাছে সেটা স্পষ্ট হয়ে উঠল পরশু। নেইমারহীন ম্যাচে এসেই জয়রথ থামল পিএসজির। ফ্রেঞ্চ লিগে টানা ৬ ম্যাচে জিতে উড়তে থাকা এমেরির দলকে মাটিতে নামিয়ে এনেছে মঁপেলিয়ে। জয় তো দূরের কথা, পরশু গোলই করতে পারল না পিএসজি। নেইমারের অভাবটা হাড়ে হাড়ে টের পেল সাবেক চ্যাম্পিয়নরা। এমবাপ্পে-কাভানিদের গোলশূন্য ব্যবধানে রুখে দিয়েছে মঁপেলিয়ে।

চার দিন পর উয়েফা চ্যাম্পিয়ন লিগে বায়ার্ন মিউনিখের কাছে অগ্নিপরীক্ষা। তাই ঝুঁকিটা নিতে চায়নি পিএসজি। পায়ে হালকা ব্যথার কারণে নেইমারকে ম্যাচে রাখেননি কোচ এমেরি। কিন্তু ধুঁকতে থাকা মঁপেলিয়ের বিপক্ষে হেসে খেলবে জিতবে পিএসজি এটাই তো প্রত্যাশা ছিল। কারণ দারুণ ছন্দে আছেন এডিনসন কাভানি। বিশ্বের সবচেয়ে দারুণ ফুটবলারের শূন্যতা পুষিয়ে দেওয়ার দায়িত্বটা কিলিয়ান এমবাপ্পেও নিতে পারতেন। দলে ছিলেন মার্কো ভেরাত্তি, জুলিয়েন ড্রাক্সলার, রাবিয়টের মতো আক্রমণাত্মক ফুটবলারা। কিন্তু অসংখ্য সুযোগ তৈরি করলেও কাজের কাজ গোলটা করতে পারেননি তারা। গোল করতে না পারার মাশুলটা পয়েন্ট খুইয়ে দিতে হলো পিএসজিকে।

পিএসজিতে আসার পর ৬ ম্যাচে ৫ গোল করেছেন নেইমার। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ৪টি। অথচ তার অনুপস্থিতির প্রথম ম্যাচেই গোল নামক সোনার হরিণের দেখা পেল না পিএসজি। প্যারিসের ক্লাবটি কী তাহলে নেইমার নির্ভর হয়ে পড়ল? এমন প্রশ্নও উঠে গেছে। কিন্তু এমনটা ভাবতে নারাজ তমাস মুনিয়ে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পিএসজি ডিফেন্ডার বলেছেন, ‘আমাদের নেইমার নির্ভরতা নেই। সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু আমাদের দলের দিকে তাকালে আপনি বলতে পারবেন না যে, নেইমার না থাকার কারণে আমরা জয় পাই না। আমাদের এমন অনেক খেলোয়াড় আছে যারা ম্যাচ নির্ধারণ করে দিতে পারেন। ব্যক্তিগতভাবে তারা জানে কঠিন পরিস্থিতিগুলোতে দলকে কীভাবে বের করে আনতে হয়।’

তবে মঁপেলিয়ে ম্যাচে যে দলের পরীক্ষা নিয়েছে সেটা মানছেন মুনিয়ে। ম্যাচটা যে সহজ ছিল না সেটাও মানলেন তিনি, ‘ম্যাচটা একটু কঠিন ছিল। কারণ আমরা মঁপেলিয়ের মুখোমুখি হয়েছিলাম যারা তাদের শতভাগ দিয়ে খেলেছে।’

মঁপেলিয়ে ম্যাচে জয় না পাওয়ার কারণ হিসেবে নেইমারের অনুপস্থিতিকে দায়ি করতে রাজি নন দলের মিডফিল্ডার মার্কো ভেরাত্তিও। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ছাড়াই পিএসজি দুর্দান্ত বলে মনে করেন তিনি। বলেছেন, ‘সবাই এমনটাই মনে করে। এটা লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা বা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদের মতো। নেইমার নেই বলে পিএসজি জেতেনি-এটা কোনো কারণ নয়। তাকে ছাড়াও আমরা দুর্দান্ত একটি দল।’

ম্যাচে পিএসজি সবটুকু নিংড়ে দিয়েছে বলে দাবি ভেরাত্তির। তবে ম্যাচটা ভুলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মহারণের দিকে তাকিয়ে আছেন তিনি, ‘এটা কঠিন একটা ম্যাচ ছিল। আমরা শতভাগ দিয়ে খেলেছি। এখন আমাদের বায়ার্ন মিউনিখ ম্যাচ নিয়ে ভাবছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist