reporterঅনলাইন ডেস্ক
  ২৯ এপ্রিল, ২০২৪

কুড়িগ্রামের ১১ জনের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি ৩০ মে

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কুড়িগ্রামের ১১ জনের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে তাকে জেরার কার্যক্রম শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পঞ্চম সাক্ষীর আংশিক জেরা শেষে মামলায় ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি পেশ করার জন্যে আগামী ৩০ মে পরবর্তী দিন ঠিক করেছেন আদালত।

রবিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আবু আহমেদ জমাদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ঠিক করে আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুানিতে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি ও প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট গাজী এম এইচ তামিম ও অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। অপর আইনজীবী আব্দুর শুকুর খান অসুস্থ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানবতাবিরোধী অপরাধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close