ক্রীড়া প্রতিবেদক

  ২৩ জুলাই, ২০১৭

আশা ছাড়ছে না বিসিবি

পেন্ডুলামের মতোই দুলছে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচ টেস্ট সিরিজের ভাগ্য। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অভ্যন্তরীণ সংকটই মূলত সিরিজ নাটকের নতুন মোড় দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদন তো বিস্ফোরক খবরই দিয়ে বসল। প্রতিবেদনে জানানো হয়, বিসিবিকে নাকী সফর বাতিলের একটা প্রস্ততি নিয়ে রাখতে বলেছে সিএ। কিন্তু বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বললেন অন্যকিছু। জানালেন সফর বাতিলের বিষয়ে সিএর সঙ্গে কোনো কথাই হয়নি বিসিবির।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংগঠনের (এসিএ) চলমান দ্বন্দ্বের নিরসন এখনো হয়নি। সিএর পক্ষ থেকে প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও এসিএ প্রধান অ্যালিস্টার নিকলসনের মধ্যে চলা আলোচনা আবারও ভেস্তে গেছে কোনো ফলাফল ছাড়াই। এই সংকটে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর বাতিল হওয়া নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটি নিয়ে এখনই ভাবতে চাইছে না বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী কাল প্রচারমাধ্যমকে বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ বাতিল হওয়ার মতো কোনো কথা আমাদের হয়নি। তবে আজ (শনিবার) তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আগামী ২৫ তারিখে তাদের একটি পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।’

যেকোনো সফরের আগে নিয়মমাফিক নিরাপত্তা পরিদর্শন হিসেবে সিএ এবং এসিএ দুই অংশের প্রতিনিধিদল বাংলাদেশে আসবে, এটিও অবশ্য অজানা নয়। কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যদি না-ই আসে, বিসিবির বিকল্প ভাবনা কী হবে, সেটি নিয়ে কিছু নারাজ নিজাম উদ্দিন বলতে চাইলেন না। বরং সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা বললেন তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবাই ব্যস্ত। এই সময়ে কারা কোন সিরিজ নিয়ে ব্যস্ত আছে, কাদের খেলা নেই, এফটিপি দেখলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে এই বিষয়ে (অস্ট্রেলিয়া না এলে) আমাদের কোনো মন্তব্য নেই। আমরা অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় আছি।’

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আলোচনা ঘুরেফিরে আবার শুরুতে ফিরে গেছে। আজ থেকে আবার আলোচনা শুরু হওয়ার কথা। কিন্তু সমাধানের পথ ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে। ক্রিকেট ওয়েবসাইটটির খবর, সফর নাও হতে পারে বিসিবিকে খানিকটা ইঙ্গিত দিয়ে রেখেছে সিএ। যেমন আগাম সংকেত তারা ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে দিয়ে রেখেছিল অস্ট্রেলিয়া ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও।

অনিশ্চয়তার মধ্যেও সিরিজের লজিস্টিক্যাল বিষয় পর্যবেক্ষণ করতে সিএর একটি প্রতিনিধি দল আসছে আগামী পরশু। তাই সংবাদমাধ্যমের নানা গুঞ্জনকে তাই পাত্তা দিতে চাইলেন না বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াকে আতিথেয়তা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। সেভাবেই আমরা কাজ করছি। আর ক্রিকেট অস্ট্রেলিয়াও নিশ্চয় সেভাবেই এগোচ্ছে। তারা এখন যা নিয়ে ব্যস্ত আছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। এ বিষয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না।’

অস্ট্রেলিয়া ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে না যাওয়ায় শেষ পর্যন্ত সেখানে আফগানিস্তান ‘এ’ দলকে আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ খেলতে শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া না এলে বিকল্প কোনো কিছুই সম্পর্কে আপতত বলতে নারাজ বিসিবিকর্তা। শুধু আশায় আছেন অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist