ক্রীড়া ডেস্ক

  ০৪ মার্চ, ২০২৪

লিভারপুল-টটেনহামের রাতে চেলসির হোঁচট

নির্ধারিত দেড় ঘণ্টার খেলা শেষ হয়েছে গোলখরায়। ম্যাচটা নিষ্ফলা থেকে যাওয়ার আশঙ্কা জাগিয়েছিল। অপেক্ষা চলছিল শেষ বাঁশির। ঠিক ওই মুহূর্তে ডরিন নুনেজের গোল! ডাগ আউটে তখন ইয়ুর্গেন ক্লপের উচ্ছ্বাস হার মানিয়েছে তার শিষ্যদের। পয়েন্ট খোয়ানোর ঝুঁকি থেকে যখন জয় চলে আসে, তখন জার্মান কোচের উদযাপন তো বুনো হবেই!

পরশু রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের মাঠে লিভারপুল জিতেছে ওই নুনেজের গোলেই (১-০)। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের নবম মিনিটে জয়সূচক গোলটি করেন উরুগুয়েন স্ট্রাইকার। এই জয়ে দুইয়ে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে যথারীতি চাপে রাখল অল রেডরা। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট লিভারপুলের। ২৬ ম্যাচে সিটির পয়েন্ট ৫৯।

ইনজুরির কারণে কিছুদিন ধরেই ভুগছিলেন নুনেজ। সেরে উঠলেও পুরো ম্যাচ খেলার ফিটনেস ছিল না উরুগুয়েন স্ট্রাইকারের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close