ক্রীড়া প্রতিবেদক

  ০৬ ফেব্রুয়ারি, ২০২৪

জয় পেলেন সাবিনা

গোল করেও পরাজিত সানজিদা

বাংলাদেশের মেয়েদের দুই তারকার লড়াই। দুজনই আবার নিজ নিজ দলের নম্বর টেন। বলা হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড় সানজিদা আক্তার ও সাবিনা খাতুনের কথা। ভারতের নারী ফুটবল লিগে সানজিদার দল ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল সাবিনার দল কিকস্টার্টের। সেই লড়াইয়ে সানজিদা পেলেন ইস্ট বেঙ্গলের জার্সিতে প্রথম গোলের দেখা। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে হাসিমুখে মাঠ ছাড়েন সাবিনা।

গতকাল সোমবার ইন্ডিয়ান ওমেন্স লিগে ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়েছে কিকস্টার্ট। কিকস্টার্টের একাদশে সাবিনার জায়গা না হলেও পরাজিত দলের একমাত্র গোলটি এসেছে সানজিদার পা থেকেই। ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক শটে গোল করেন তিনি।

এদিন সাবিনাকে ছাড়াই একাদশ সাজিয়েও ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কিকস্টার্ট। প্রথম মিনিটেই ইস্ট বেঙ্গলের জালে বল পাঠান অরুণা। এরপর ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোনিয়া। প্রথমার্ধে ২ গোলের লিড ধরে রেখে বিরতিতে যায় সাবিনার দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্ট বেঙ্গলের হয়ে ব্যবধান কমান সানজিদা। কিন্তু ৫৫ মিনিটে কারিশমা শিভয়কর ফের গোল এনে দেন কিকস্টার্টকে। সানজিদার বিপক্ষে সাবিনার পারফরম্যান্স দেখতে বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকলেও সাবিনাকে এদিন তার দল মাঠে নামায় অন্তিম সময়ে। ৮৬ মিনিটে এলবি দেবীর বদলি হিসেবে মাঠে নামেন বাংলাদেশ অধিনায়ক।

এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল কিকস্টার্ট। সমান ম্যাচে গোকুলাম কেরালার পয়েন্টও সমান হলেও গোল গড়ে এগিয়ে থাকায় দুই নম্বরে কেরালা। ৭ ম্যাচে ৬ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা এফসি। সানজিদার দল ইস্ট বেঙ্গল ৮ ম্যাচে মাত্র ১টি করে জয় ও ড্রয়ে পাওয়া ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ৬ নম্বরে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close