ক্রীড়া ডেস্ক

  ০৯ মে, ২০২৪

ইতিহাস থেকে এক ম্যাচ দূরে লেভারকুসেন

বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্বের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছে বেয়ার লেভারকুসেন। ৫ ম্যাচ হাতে রেখে ১৯৯৩ সালের পর জার্মান ক্লাবটি প্রথম কোনো ট্রফি জয়ের স্বাদ পায়। রূপকথার মতো সময় কাটাতে থাকা জাভি আলোনসোর শিষ্যরা চলতি মৌসুমে টানা ৪৮ ম্যাচে অপরাজিত। তাতে দলটির সামনে এসেছে ইতিহাস গড়ার হাতছানি।

ইউরোপা লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এএস রোমার বিপক্ষে ঘরের মাঠ বে-অ্যারেনায় লেভারকুসেন পরের ম্যাচে নামবে। আজ রাতে ম্যাচটি জিতলে শুধু ফাইনালে খেলাই নিশ্চিত হবে না, সঙ্গে ইউরোপীয় ক্লাব ফুটবল ইতিহাসে টানা অপরাজিত থাকার রেকর্ডও নিজেদের করে নেবে। পর্তুগিজ ক্লাব বেনফিকা ১৯৬৩-৬৫ মৌসুমে স্বপ্নের মতো একসময় কাটিয়েছিল। সব মৌসুম মিলিয়ে জিতেছিল টানা ৪৮ ম্যাচ। তাদের রেকর্ড লেভারকুসেন স্পর্শ করে ফেলেছে। এবার ৫৯ বছরের পুরোনো সেই রেকর্ড ভাঙার পালা।

ঘরের দর্শকদের সামনে ইতিহাস সৃষ্টির কাজটা বুন্দেসলিগার শিরোপাজয়ীদের জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। ইউরোপা লিগে সেমিফাইনালের প্রথম লেগে রোমার বিপক্ষে ২-০ গোলের জয়ে তারা ফাইনালে এক পা দিয়েই রেখেছে।

অপ্রতিরোধ্য হয়ে ওঠা জাভি আলোনসোর দলের পা পিছলে না গেলে অনন্য নজির গড়াও শুধু সময়ের ব্যাপার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close