ক্রীড়া ডেস্ক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

অপেক্ষা ফুরাল রোকর

অনেক দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। ব্যর্থতার জের ধরে পদত্যাগের অগ্রিম ঘোষণা করেছেন দলটির প্রধান কোচ জাভি হার্নান্দেজ। এ মৌসুমেই শেষ হচ্ছে স্প্যানিশ কোচের বার্সা অধ্যায়। গত শনিবার পদত্যাগের দিনই জাভি বলেছিলেন, খেলোয়াড়দের আমি মুক্ত করে দিচ্ছি। তারা নির্ভার ফুটবল খেলবে। সেটিরই সুফল পেলেন তিনি। বার্সা ফিরল জয়ে। গত বুধবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ভিটর রোকর। কিছুদিন আগে যিনি অ্যাটেলেটিকো পারান্যান্স থেকে বার্সায় যোগ দিয়েছেন। সম্প্রতি নতুন ক্লাবে অভিষেকও হয়েছে নতুন রোনালদো হিসেবে পরিচিত রোকুর। কিন্তু গোল পাচ্ছিলেন না তিনি।

অবশেষে অপেক্ষা ফুরাল রোকুর। জালের ঠিকানা খুঁজে পেলেন রোকর। ওসাসুনা ম্যাচে বার্সার জার্সিতে প্রথম গোল করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড অলিম্পিক লুইস স্টেডিয়ামে। দ্বিতীয়ার্ধে মাঠে নামার ২২ সেকেন্ডের মাথায় গোল করেন তিনি। স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে। স্বস্তি পেয়েছেন জাভিও। আপাতত বাঁচলেন তুমুল সমালোচনার হাত থেকে।

ঘরের মাঠে আক্রমণের ধার দেখালেও গোলশূন্যভাবে ড্রয়ে প্রথমার্ধ শেষ করে গত আসরের চ্যাম্পিয়নরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close