আরিফুল ইসলাম জিমন, ঘোড়াঘাট (দিনাজপুর)

  ০৮ মে, ২০২৪

উপজেলা পরিষদ নির্বাচন

ঘোড়াঘাটে ভোট গণনা কেন্দ্রে  সাংবাদিকদের প্রবেশে বাধা

 ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। ইনসেটে প্রিসাইডিং কর্মকর্তা। ছবি: প্রতিদিনের সংবাদ

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদ নির্বাচনে একটি ভোট গণনা কক্ষে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বুধবার (৮ মে) উপজেলার লালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এনামুল হক এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বেলাল দুই সাংবাদিককে বাধা দেন।

বাধা পাওয়া সাংবাদিকেরা হলেন, প্রতিদিনের সংবাদ-এর ঘোড়াঘাট প্রতিনিধি এস এম আরিফুল ইসলাম জিমন ও সোনালী কন্ঠ-এর প্রতিনিধি।

সাংবাদিক আরিফুল ইসলাম জিমন বলেন, ‘ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্স গণনা কক্ষে নিয়ে যাওয়ার পর আমি ও এক সহকর্মী প্রবেশ করলে বেলাল নামে এক পুলিশ কর্মকর্তা আমাদের কক্ষ থেকে বের হতে বলেন। আমরা এ সময় নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী গণমাধ্যমকর্মী ভোট গণনা কক্ষে থাকতে ও ছবি তুলতে পারবে বলে জানাই। কিন্তু তিনি বলেন নীতিমালায় কি আছে জানি না, তবে সাংবাদিকরা গণনা কক্ষে থাকতে পারবে না।’

জিমন বলেন, ‘এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনিও ভোট গণনা কক্ষে থাকা যাবে না বলে জানান। তিনি বলেন, নির্বাচন কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়েছে, সাংবাদিকরা গণনা কক্ষে থাকতে পারবে না। মোবাইল ফোনে নির্বাচন কর্মকর্তা আমাদের থাকতে বলেছেন বলে প্রিসাইডিং কর্মকর্তাকে জানাই। তারপরও তিনি ভোট গণনা কক্ষে সাংবাদিকরা থাকতে পারবে না বলে জানান।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহিনুর আলমের সঙ্গে নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষে কথা হয়। তিনি বলেন, ‘আমি তো বলেছি সাংবাদিকরা ভোট গণনা কক্ষে থাকতে পারবে, কিন্তু প্রিসাইডিং অফিসার কেন এমন বাধা দিয়েছে বিষয়টি খতিয়ে দেখছি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,ঘোড়াঘাট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close