ক্রীড়া প্রতিবদক

  ২৩ নভেম্বর, ২০২১

টেস্ট দলে চমক ডাক পেলেন জয়-রাজা

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন দুই ক্রিকেটার। চোটে পড়ে প্রথম টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গেলেন পেসার তাসকিন আহমেদ।

১৭ জনের স্কোয়াডে সাকিবের জায়গা হলেও, ফিজিওর সবুজ সংকেত পেলেই মিলবে চট্টগ্রাম টেস্টে খেলার টিকিট। দলে ডাক পাওয়া দুই নতুন ক্রিকেটার হচ্ছেন ব্যাটার মাহমুদুল হাসান জয় ও পেসার রেজাউর রহমান রাজা। এছাড়া দলে প্রত্যাশিতভাবেই আছেন সবশেষ জিম্বাবুয়ে সফরের দলে থাকা প্রায় সবাই।

এদিক টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর তৃতীয় টি-টোয়েন্টিতে আজ (২২ নভেম্বর) শেষ বলে জয় পায় পাকিস্তান। ৫ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে সফরকারীরা।

প্রথম টেস্টের বাংলাদেশ দল

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান ও সাকিব আল হাসান (ফিটনেস টেস্টে উৎরালে)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close