ক্রীড়া প্রতিবেদক

  ২৪ সেপ্টেম্বর, ২০২১

ফিরছেন আল-আমিন

অবশেষে জাতীয় দলের পেসার আল-আমিনের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে জাতীয় লিগ দিয়ে। আল-আমিন সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। এরপর থেকেই চোট ছিল নিত্যসঙ্গী হয়ে। তবে এ সময়ে পুনর্বাসন প্রক্রিয়ার পাশাপাশি প্রচুর অনুশীলন করেছেন। তাই মাঠে ফেরার আগে তার ছন্দও আছে ভালো। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আল-আমিন আগের মতোই বল করতে পারছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জাতীয় লিগ তথা এনসিএল দিয়ে ম্যাচ খেলা শুরু করবেন তিনি।

দেবাশীষ বলেন, ‘আল-আমিনের পুনর্বাসন প্রক্রিয়া শেষ পর্যায়ে। ও মোটামুটি শতভাগ এফোর্ট দিয়ে বোলিং করছে। এখন পর্যন্ত ওর অগ্রগতি যথেষ্ট সন্তোষজনক। আমরা আশা করি এনসিএলে ওর খেলার সম্ভাবনা আছে।’ প্রথম শ্রেণির ক্রিকেটে পেসারদের বেশ ধকল সামলাতে হয়। আল-আমিনের এনসিএলে ফেরার প্রস্তুতিই বলে দিচ্ছে। এই মুহূর্তে তিনি খেলার জন্য পুরোপুরি ফিট। কয়েক দিন আগে গণমাধ্যমকে অবশ্য আল-আমিন জানিয়েছেন, তার দৃষ্টি ঘরোয়া ক্রিকেটের প্রত্যাবর্তন ছাপিয়ে জাতীয় দলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close