ক্রীড়া প্রতিবেদক

  ১১ আগস্ট, ২০২০

বাঘিনিরাও নেমে পড়ল মাঠে

করোনা মহামারির বিরতি কাটিয়ে ছেলেদের পর মাঠে ফিরেছেন মেয়েরাও। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনে শের-ই-বাংলা স্টেডিয়ামে একক অনুশীলন করেছেন পেসার জাহানারা আলম ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

শামিমা সুলতানা, শারমিন সুপ্তা, লতা ম-লেরও অনুশীলন করার কথা। ঈদের আগে থেকেই জাতীয় দলের ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন করছেন। গতকাল থেকে শুরু হলো বিসিবির ব্যবস্থাপনায় টিম টাইগ্রেসের অনুশীলন। ছেলেদের সমান সুযোগ দেওয়া হচ্ছে মেয়েদেরও।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদ ও টি-টোয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের অনুশীলন করার কথা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন করবেন খাদিজাতুন কুবরা ও শারমিন সুলতানা।

৩ থেকে ১৯ জুলাই শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল মেয়েদের বিশ্বকাপ বাছাই। সেটি স্থগিত হয়ে গেছে করোনাভাইরাসের কারণে। আন্তর্জাতিক ক্রিকেটে মেয়েদের ফেরার অপেক্ষা তাই দীর্ঘ হচ্ছে। অনুশীলনে ফেরা গেছে, পরিস্থিতি বিবেচনায় এটিই এখন বড় সান্ত¡না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close