ক্রীড়া প্রতিবেদক

  ১৫ অক্টোবর, ২০১৯

‘সভাপতি’ সৌরভে লাভবান হবে বাংলাদেশ!

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হয়েছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এমন খবরে খুশির হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন কীভাবে লাভবান হতে পারে বাংলাদেশ।

তার ভাষ্য, ‘বিসিসিআইয়ের সঙ্গে বিসিবির সম্পর্ক ভালো। সৌরভ একজন বাঙালি এবং একজন সাবেক ক্রিকেটার, সেজন্য নিঃসন্দেহে বাড়তি একটা সুবিধা আমরা পাব। তার সঙ্গে কোনো একটা ইস্যু নিয়ে আলাপ-আলোচনা করতে আমরা হয়তো আরেকটু স্বাচ্ছন্দ্যবোধ করব। তা ছাড়া আমাদের অনেকের সঙ্গেই সৌরভের ব্যক্তিগত সম্পর্ক আছে।’

জালাল ইউনুস বলেন, ‘বাংলাদেশে অনেকবার খেলে গেছে সৌরভ। এখানে তার একটা আত্মার সম্পর্ক আছে, অনেকের সঙ্গেই সম্পর্কটা ব্যক্তিগত। এগুলো নিঃসন্দেহে কাজে লাগবে। একই সঙ্গে আগে আমরা যে খেলাগুলো পাইনি, হয়তো দ্বিপাক্ষিক সিরিজ, জুনিয়র পর্যায়েও যদি সিরিজ বিনিময়ের ব্যাপার থাকে, সেগুলো নিয়ে আমরা স্বাচ্ছন্দ্যে আলোচনা করতে পারব। ’

বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দেশ ভারত। যারা কি না দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে মাত্র দুবার। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ১৯ বছরে বাংলাদেশকে ডেকেছেও দুবার। সৌরভ বিসিসিআইয়ের মসনদে বসলে দুই দেশের মধ্যে সিরিজ বাড়বে এমন আশাই করছেন বিসিবির এ পরিচালক। নভেম্বরে বাংলাদেশ দল ভারত সফরে গেলে বোর্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close