ক্রীড়া ডেস্ক

  ০৯ জুন, ২০১৯

এখনো বিশ্বকাপে এগিয়ে বোলাররা

বিশ্বকাপ শুরুর অনেক আগে থেকেই বলা হচ্ছিল, এটি হতে চলেছে ব্যাটসম্যানদের বিশ্বকাপ। সাধারণ ক্রীড়াপ্রেমী তো বটেই, অনেক বিশেষজ্ঞ ও সাবেক ক্রিকেটাররাও একই কথা বলেছেন। তবে বিশ্বকাপের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে, বেশির ভাগ ভবিষ্যদ্বাণীই মেলেনি। ‘ব্যাটসম্যানদের বিশ্বকাপ’ তো এখন পর্যন্ত বোলাররাই মাতাচ্ছেন।

বিশ্বকাপের ঠিক আগেই ইংল্যান্ড-পাকিস্তান সিরিজের ৮ ইনিংসে ৩০০ ছাড়ানো স্কোর ছিল ৭টি। অথচ বিশ্বকাপের প্রথম ৯ দিনে ১১ ম্যাচের ২০ ইনিংসে ৩০০ এর বেশি স্কোর দেখা গেছে মাত্র পাঁচবার। ২০০ থেকে ৩০০ এর মধ্যে রান দেখা গেছে ১০ বার। আর স্কোরবোর্ডে রান ২০০ ছাড়ানোর আগেই ইনিংস শেষ, এমন ঘটনা ঘটেছে পাঁচবার।

ব্যাটসম্যান নন, এই বিশ্বকাপে বরং দাপট দেখাচ্ছেন বোলাররা, বিশেষ করে পেসাররা। ১১ ম্যাচ শেষ হলেও ব্যাটসম্যানরা সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র তিনবার। প্রথম সেঞ্চুরির দেখা পেতেই লেগেছে ছয় ম্যাচ। সর্বোচ্চ পাঁচ উইকেটশিকারির মধ্যে চারজনই পেসার। এখন পর্যন্ত হওয়া ১১ ম্যাচের মধ্যে ব্যাটসম্যানরা ম্যাচসেরা হতে পেরেছেন মাত্র তিনবার। বাকি সাতবারই ম্যাচসেরার পুরস্কার গেছে অলরাউন্ডার কিংবা পেসারদের হাতে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close