ক্রীড়া ডেস্ক

  ১৪ মে, ২০১৯

মাদ্রিদ ওপেন জিতে নাদালকে ছুঁলেন জকোভিচ

এবার রাফাকে ছুঁয়ে ফেললেন জোকার। পরশু মাদ্রিদ ওপেনের ফাইনালে স্টেফানোস সিৎসিফাসকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে জীবনের ৩৩তম মাস্টার্স চ্যাম্পিয়নশিপ জিতে রাফাল নাদালের কৃতিত্বে ভাগ বসালেন নোভাক জকোভিচ।

কেরিয়ারের তৃতীয় মাদ্রিদ ওপেন জয় করতে এদিনের ম্যাচে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন জকোভিচ। মাত্র ২৪ ঘণ্টা আগে পাঁচবারের মাদ্রিদ ওপেনজয়ী নাদালকে সেমি ফাইনালে হারালেও সার্বিয়ান চ্যাম্পিয়নের সামনে বিফল হয় তরুণ সিৎসিফাসের যাবতীয় লড়াই। প্রতিটি সেটেই এদিন একটি করে সার্ভিস খুইয়েছেন সিৎসিফাস। নব্বই মিনিটের টেনিসযুদ্ধে প্রতিপক্ষকে আক্রমণের কোনো সুযোগই দেননি জোকার।

চলতি সপ্তাহেই রোমে নিজেদের ৩৪তম মাস্টার্স খেতাব জয়ের লক্ষ্যে নামবেন নাদাল ও জকোভিচ। ২৬ মে থেকে রোলাঁ গারোয় শুরু হতে চলেছে টেনিসের আরো এক মহারণ। ফ্রেঞ্চ ওপেনের আগে তাই নিজেদের পরখ করাও দুই প্রতিদ্বন্দ্বীর কাছে জরুরি। আর ফ্রান্সে সাফল্য এলে জুন মাসেই চারটি গ্র্যান্ড সø্যাম জেতার নজির গড়ে খেলবেন সার্বিয়ার টেনিস লক্ষত্র।

সেদিকে লক্ষ্য রেখেই এদিন ম্যাচের পর জকোভিচ বলেন, ‘মনোবল বাড়াতে এ জয় আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close