ক্রীড়া ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

ইনিংস জয়ের সামনে নিউজিল্যান্ড

ইতিহাসের সবচেয়ে বাজে সময়টাই কী পার করছে শ্রীলঙ্কান ক্রিকেট দল? বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দিয়ে লঙ্কানদের প্রধান কোচ হয়ে চন্ডিকা হাথুরুসিংহে যেন ডুবিয়েই যাচ্ছেন নিজের দেশকে। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে সিরিজ হারের পর এবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজের প্রথম টেস্টেই ইনিংস পরাজয়ের সামনে দাঁড়িয়ে লঙ্কান শিবির। ওয়েলিংটনে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৭৬ রানে পিছিয়ে রয়েছে লঙ্কানরা। হাতে রয়েছে মাত্র ৭ উইকেট। ইনিংস পরাজয় এড়াতে কমপক্ষে আরো ২৭৬ রান করতে হবে তাদের। এর আগের দিন ২ উইকেটে ৩১১ রান নিয়ে খেলা শেষ করেছিল কিউইরা। তৃতীয় দিনের সকালে শুরুতেই ফিরে যান আগের দিন ৫০ করা রস টেলর। তবে নিকলস ও গ্র্যান্ডহোমকে নিয়ে এগোতে থাকেন টম লাথাম।

লাথামকে একা করে দিয়ে নিকলস ৫০ ও গ্র্যান্ডহোম ৪৯ রান করে আউট হয়ে যান। তবে একাই একাই ইনিংস টেনে নেন লাথাম। পূরণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে গড়েন বিশ্বরেকর্ড। ৫৭৮ রানে নিউজিল্যান্ড অলআউট হলেও ২৬৪ রানে অপরাজিত থেকে যান লাথাম। পরে ব্যাট করতে নেমে মাত্র ২০ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। গুনাথিলাকা ৩, করুনারাতেœ ১০ ও ধনঞ্জয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ২৮২

নিউজিল্যান্ড ১ম ইনিংস : (আগের দিন শেষে ৩১১/২) ১৫৭.৩ ওভার ৫৭৮ (ল্যাথাম ২৬৪*, টেলর ৫০, নিকোলস ৫০, ডি গ্র্যান্ডহোম ৪৯, সাউদি ৬, ওয়েগনার ০, প্যাটেল ৬, বোল্ট ১১; লাকমল ১/৮৮, ম্যাথুজ ০/১, পেরেরা ২/১৫৬, কুমারা ৪/১২৭, ডি সিলভা ২/৫৪, গুনাথিলাকা ০/৩)

শ্রীলঙ্কা ২য় ইনিংস : ১২ ওভার ২০/৩ (গুনাথিলাকা ৩, করুনারতেœ ১০, মেন্ডিস ৫*, ম্যাথিউস ২*; সাউদি ২/৭, বোল্ট ১/১২)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close