ক্রীড়া ডেস্ক

  ০৮ ডিসেম্বর, ২০১৮

‘আমি প্রতি সপ্তাহে পুরস্কার পাই’

কেবল নামের মিলের জন্য নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ও কোচ আর্সেন ওয়েঙ্গার যেন একে অপরের পরিপূরক ও সমার্থক হয়ে উঠেছিলেন গত দুই দশক ধরে। টানা ২২ বছর এমিরেটস স্টেডিয়ামে কাটিয়ে দিয়েছেন ওয়েঙ্গার। কিন্তু চলতি মৌসুম শুরুর আগে মে মাসে মনে বড় ব্যথা নিয়ে আর্সেনাল কোচের পদ থেকে বিদায় নেন ‘দ্য প্রফেসর’ খ্যাত এই ফরাসি কোচ।

দায়িত্ব ছাড়ার পর এখন এক প্রকার অবসর সময় কাটাচ্ছেন ওয়েঙ্গার। অবসর হয়তো বলা যাবে না, ৬৮ বছর বয়সী কোচের এখন প্রধান কাজই হচ্ছে বিভিন্ন দেশে ও ক্লাবে সম্মানসূচক পুরস্কার গ্রহণ ও ভ্রমণ করা।

এবার ওয়েঙ্গারকে সম্মান জানিয়েছে লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশন (এলএমএ)। অনুষ্ঠানে ওয়েঙ্গার কৌতুক করেই বলেন, ‘যদিও আমি কোনো প্রতিযোগিতায় নেই কিন্তু এখন আমি প্রতি সপ্তাহে পুরস্কার পাই।’

সংগঠনটির চিফ এক্সেকিউটিভ জানান, ‘এলএমএ আর্সেন ওয়েঙ্গারকে তার কোচিংয়ের বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য পুরস্কার দিতে পেরে সম্মানিত বোধ করছে।’

ওয়েঙ্গার এমিরেটসে কাটিয়েছেন ১৯৯৬-২০১৮ মৌসুম। দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি গানারদেরকে জিতিয়েছেন তিনটি প্রিমিয়ার লিগ, সাতটি এফএ কাপ শিরোপা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close