ক্রীড়া ডেস্ক

  ১১ নভেম্বর, ২০১৮

বিব্রতকর হারে শুরু মেয়েদের বিশ্বকাপ

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। কাল আসরের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১০৬ রানের জবাব দিতে নেমে মাত্র ৪৬ রানে গুটিয়ে গেছে টাইগ্রেসরা। মেয়েদের কুড়ি ওভারের বিশ্বকাপে এটাই সর্বনিম্ন সংগ্রহ কোনো দলের।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সালমারা হেরেছেন ৬০ রানে। বাংলাদেশের বিব্রতকর হারের ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডিয়ানদ্রা ডোট্টিন। বাউন্স ও সুইংয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন ধসিয়ে দিয়েছেন তিনি। ৩.৫ ওভারে মাত্র পাঁচ রান খরচায় পাঁচ উইকেট

শিকার করেন ডোট্টিন। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তৃতীয় সেরা বোলিং স্পেল।

কাল গায়ানায় টসে জিতে প্রথমে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজকে শুরু থেকেই চাপে রাখেন বাংলাদেশের মেয়েরা। দুই ওপেনার হারলেয় ম্যাথিউস (৬) ও ডোট্টিনকে (৮) সাজঘরে ফেরান জাহানারা আলম। জাহানারাদের দাপুটে বোলিংয়ে ৫০ রানের মধ্যেই পাঁচ উইকেট খুইয়ে বসে স্বাগতিক শিবির। শেষ পর্যন্ত স্টেফিনিয়া টেলর (২৯) এবং কায়সিয়া নাইটের (৩২) ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে ১০৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে জাহানারা তিন উইকেট শিকার করেন। রোমানা খাতুন নেন দুটি উইকেট। এ ছাড়া সালমা ও খাদিজা-তুলÑকুবরা নেন একটি করে উইকেট। ১০৭ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারে শারমিন সুলতানার (৫) উইকেট দিয়ে শুরু, এরপর সাজঘরে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন দলের বাকি ক্রিকেটাররা। শাকেরা সেলমান ও ডোট্টিন মিলে ধসিয়ে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। সবচেয়ে ভয়ংকর তথ্যটা হচ্ছে টাইগ্রেসদের কেউ যেতে পারেননি দুই অঙ্কে। শেষ পর্যন্ত ১৪.৪ ওভারে ৪৬ রানে অল আউট হওয়ার

লজ্জায় পড়তে হলো বাংলাদেশকে। আগামী মঙ্গলবার ইংল্যান্ডের

বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close