ক্রীড়া ডেস্ক

  ২৯ অক্টোবর, ২০১৮

এশিয়ান ট্যুরে রানার্সআপ সিদ্দিকুর

এশিয়ান ট্যুরের শিরোপা খরা দূর করার দারুণ ইঙ্গিত দিয়েছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। শেষ হোলের লড়াইয়ে হেরে ভারতের প্যানাসনিক ওপেনে রানার্সআপ হয়েছেন বাংলাদেশের এই গলফার। দিল্লি গলফ ক্লাবে কল চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে রানার্সআপ হয়েছেন তিনি। চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও দুটি বোগি করা খালিন জোসি সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলে সেরা হন। শেষ হোল পর্যন্ত পারের চেয়ে ১৬ করে শট কম ছিল দুজনের। শেষ হোলে পার স্কোর করেন সিদ্দিকুর। জোসি করেন বার্ডি। ২০১০ সালে ব্রুনাই ওপেন জেতা সিদ্দিকুর ২০১৩ সালে ইন্ডিয়ান ওপেনে সেরা হয়ে নিজের দ্বিতীয় ও সর্বশেষ এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছিলেন। চার লাখ ডলার প্রাইজমানির এই আসরে প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি করে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে আটটি বার্ডি ও দুটি বোগি করে এককভাবে শীর্ষে উঠে আসেন। তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি ও দুটি বোগি জোসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close