ক্রীড়া ডেস্ক

  ১৭ আগস্ট, ২০১৮

ওজিলের সমালোচনায় ক্রুস

রাশিয়া বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন জার্মানিকে। তারপরই তীব্র সমালোচনার তীর ধেয়ে আসতে থাকে মেসুত ওজিলের দিকে। শেষ পর্যন্ত ‘বর্ণবিদ্বেষ’ কারণ দেখিয়ে জাতীয় দল থেকে অবসর নেন ২৯ বছর বয়সী মিডফিল্ডার। তবে ওজিলের এমন বক্তব্যকে ‘বাজেকথা’ বলে উল্লেখ করেছেন তার সাবেক সতীর্থ টনি ক্রুস। সম্প্রতি বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল তারকা ক্রুস বলেন, ‘মেসুত আন্তর্জাতিকভাবে সম্মানিত একজন খেলোয়াড়। একজন খেলোয়াড় হিসেবে সে ভালো বিদায় পাওয়ার যোগ্য। কিন্তু তার বিদায়ের ধরনটি ঠিক ছিল না।’

গত মে মাসে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানের সঙ্গে ছবি তোলার পর সমালোচনার শিকার হন ওজিল। জার্মানিকে বিদায়ী বক্তব্যে ওজিল বলেন, ‘যখন জিতি তখন আমি জার্মান, কিন্তু হারলে অভিবাসী’

ওজিলের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিল্ডকে ক্রুস বলেন, ‘তার বক্তব্যের অংশগুলোতে বেশি পরিমাণে বাজে কথা এসেছে। আমি মনে করি সে ভালো করেই জানে জাতীয় দল এবং ডিএফবি পোকাল কাপে বর্ণবাদের কোনো জায়গা নেই।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close